এবার ত্রিপুরায় চোরাই পথে চারজন বাংলাদেশীর অনুপ্রবেশ, ধর্মনগর পুলিশের প্রচেষ্টায় জেল হাজতে

যুব বিচিত্রা প্রতিনিধি ধর্মনগর,১৩জুলাই: ত্রিপুরার পথ ধরে ফের ভারতে অনুপ্রবেশ বাংলাদেশীর। ধর্মনগর ISBT সংলগ্ন এলাকা থেকে চার জন বাংলাদেশি ও দুই দালাল কে আটক করতে সক্ষম হয় বিএসএফ বাহিনীর দল। জানা গেছে ওই চারজন বাংলাদেশী মহিলার নাম – রিয়া বেগম, রিমা আখতার, অরজিনা শেখ এবং মান্না মুল্লান। তাদের সাথে সহায়ক হিসেবে কাজ করেছিল ভারতীয় দুই অভিযুক্ত মৃণাল হোসেন , সালমান হোসেন। পুলিশ সূত্রের খবর, এখনো খোঁজ চলছে যে কোন রাস্তা বা সূত্র ধরে এই বাংলাদেশিরা ভারতের ঢোকার চেষ্টা করছে। ত্রিপুরা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত অনুপ্রবেশ ঠেকাতে।