যুব বিচিত্রা প্রতিনিধি ধর্মনগর,১৩জুলাই: ত্রিপুরার পথ ধরে ফের ভারতে অনুপ্রবেশ বাংলাদেশীর। ধর্মনগর ISBT সংলগ্ন এলাকা থেকে চার জন বাংলাদেশি ও দুই দালাল কে আটক করতে সক্ষম হয় বিএসএফ বাহিনীর দল। জানা গেছে ওই চারজন বাংলাদেশী মহিলার নাম – রিয়া বেগম, রিমা আখতার, অরজিনা শেখ এবং মান্না মুল্লান। তাদের সাথে সহায়ক হিসেবে কাজ করেছিল ভারতীয় দুই অভিযুক্ত মৃণাল হোসেন , সালমান হোসেন। পুলিশ সূত্রের খবর, এখনো খোঁজ চলছে যে কোন রাস্তা বা সূত্র ধরে এই বাংলাদেশিরা ভারতের ঢোকার চেষ্টা করছে। ত্রিপুরা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত অনুপ্রবেশ ঠেকাতে।
এবার ত্রিপুরায় চোরাই পথে চারজন বাংলাদেশীর অনুপ্রবেশ, ধর্মনগর পুলিশের প্রচেষ্টায় জেল হাজতে
