বোর্ড গঠনের আগেই আলগাপুরে রাজনৈতিক চমক, তিন এপি সদস্যার অসম গণ পরিষদে যোগদান

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি, ১০জুলাই :- আসন্ন বোর্ড গঠনের আগেই আলগাপুর ব্লকে দেখা গেল এক বড়োসড়ো রাজনৈতিক পালাবদল। ব্লকের তিনজন প্রভাবশালী আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন অসম গণ পরিষদে(অগপ), যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। এই তিন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা হলেন আলগাপুর-মোহনপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা আফরোজা ফারহাজ লস্কর, ভাটিরকুপা গাঁও পঞ্চায়েত সদ্যসা ইমরানা বেগম লস্কর ও নিমাইচান্দপুর গাঁও পঞ্চায়েত সদস্যা রুমানা বেগম মজুমদার, হাইলাকান্দি জেলা গণপরিষদ কমিটির নেতৃত্বে তাঁদের গলায় দলীয় গামছা পড়িয়ে স্বাগত জানানো হয়। তাদের যোগদানে অনেকেই মনে করছেন, এই যোগদান শুধু সংখ্যাগত দিক থেকে নয়, ব্লক পর্যায়ের পঞ্চায়েত রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বোর্ড গঠনে নিজেদের অবস্থান মজবুত করতে আগেই প্রস্তুতি শুরু করেছে অসম গণপরিষদ এবং বিজেপি, আর এই তিন সদস্যার যোগদানের ফলে ব্লক স্তরে দলের ঘাঁটি আরও শক্তিশালী হবে, বলে মনে করা হচ্ছে।