সাধারণ ধর্মঘটে শ্রমিক-কৃষকের অধিকার রক্ষায় হাইলাকান্দিতে রাজপথে মজুরি শ্রমিক ইউনিয়ন

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি, ১০জুলাই :- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সহযোগী সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের জোরালো প্রভাব পড়েছে হাইলাকান্দি জেলায়। বুধবার সকাল থেকেই শহরের রাস্তাঘাট কার্যত শূন্য, বেসরকারি যানবাহন ও দোকানপাট ছিল একপ্রকার বন্ধ। ধর্মঘট সফল করতে সক্রিয় ছিলেন মজুরি শ্রমিক ইউনিয়নের নেতারা। হাইলাকান্দি শহরের সিরাজপট্টি, পুরাতন হাসপাতাল চৌরঙ্গী সহ বিভিন্ন স্থানে তারা প্রতিবাদ জানান সরকারের শ্রমিক-কৃষক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে। মজুরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক আলতাফ খান ও জেলা সম্পাদক খলিল উদ্দিন আহমেদ মজুমদার জানান, এই ধর্মঘটে জেলাজুড়ে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে তাঁদের আন্দোলন চলবে। তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে- নতুন শ্রমকোড বাতিল করা, বেকারদের কর্মসংস্থান দেওয়া, নির্মাণ শ্রমিকদের জন্য কল্যাণ প্রকল্প প্রদান করা, আশা কর্মীদের ন্যূনতম মজুরি প্রদান করা, ব্রহ্মপুত্র উপত্যকার মতো চা শ্রমিকদের সমহারে মজুরি প্রদান করা, কৃষকদের ফসলের ন্যায্য দাম দেওয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ঔষধের মূল্য নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িকতা রোধ ইত্যাদি সহ আরও কয়েকটি দাবী তুলে ধরেন। ধর্মঘটে সামিল ছিলেন জেলার বিভিন্ন স্তরের শ্রমিক, কর্মী ও নেতৃবৃন্দ।