৯ জুলাই দেশজুড়ে বন্ধের প্রভাব, সফল ট্রেড ইউনিয়ন
যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর, ১০ জুলাই :- কেন্দ্র সরকারের কর্পোরেট-বান্ধব নীতি ও শ্রম সংস্কারের বিরোধিতায় বুধবার সারাদিনব্যাপী ধর্মঘট পালন করেন আসাম প্রোভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (APBEA)-এর কাছাড় জেলা কমিটির সদস্যরা। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে এই কর্মবিরতিতে অংশ নেন জেলার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীরা। ধর্মঘটকারীদের মূল দাবি ছিল— সরকারি খাতের ব্যাংক ও বীমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করা, এলআইসি, পিএসজিআই-তে বেসরকারিকরণ ও ডিনভেস্টমেন্ট বন্ধ করা, সাধারণ বীমা সংস্থাগুলিকে একত্র করে একটি সংস্থায় রূপান্তর, আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, শ্রমিকবিরোধী আইন ও পশ্চাদপদ শ্রম সংস্কার রোধ করা। এই ধর্মঘটে অংশগ্রহণ করে কাছাড় জেলার বিভিন্ন ব্যাংক কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। সংবাদমাধ্যম বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, কেন্দ্র সরকারের নীতির ফলে দেশে স্থায়ী চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। শ্রমিকদের অধিকার কর্তন হচ্ছে এবং শ্রম আইনের সংজ্ঞা পরিবর্তনের ফলে লক্ষ লক্ষ মানুষ শ্রমিক হিসেবে স্বীকৃতি ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে, দেশজুড়ে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত করার বিভিন্ন দাবীতে ট্রেড ইউনিয়ন এর ডাকা বন্ধের প্রভাব চোখে পড়ার মতো। তবে ট্রেড ইউনিয়ন সফল যদিও সরকার – প্রশাসনের তেমন টনক নড়ে নি, এমনটাই বোধগম্য হচ্ছে সচেতন নাগরিকের মতে।