সুরজিৎ দাস, পাঁচগ্রাম ১২ আগস্ট: কাটিগড়ার বিধায়ক নন অথচ একই দিনে তিন তিনটি কাজের শিলান্যাস করলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ । আরও ৪২টি রাস্তার কাজের শিলান্যাস হবে ইতিমধ্যে জানালেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ ।
এদিন ইন্দো-বাংলা সীমান্তবর্তী সৈদপুর নান্দিপারে ১ কোটি ৭২ লক্ষ টাকার রাস্তার কাজের শিলান্যাসের পাশাপাশি সুবোধনগর ভৈরববাড়ি ও কিন্নখাল রাধাবল্লব মন্দিরের কাজের শিলান্যাস করেন বিধায়ক পুরকায়স্থ । উভয় মন্দিরের জন্য বরাদ্দ অর্থরাশি ৫ লক্ষ টাকা। প্রতিটি শিলান্যাসে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ । শিলান্যাস পর্বে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন রাজনীতি নয় , সামাজিক উন্নয়নের স্বার্থে কাটিগড়ার মানুষের পাশে রয়েছেন তিনি । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিশেষ তৎপরতা রয়েছে কাটিগড়া প্রতি । মুখ্যমন্ত্রীর সদিচ্ছার দরুন কাটিগড়ার পিছপড়া অঞ্চলে আগামিতে উন্নয়নের জোয়ার বইবে বলে আশাবাদী তিনি ।
এদিকে কাটিগড়ার প্রান্তীয় অঞ্চলের বিজেপি দলের তৃণমূল স্তরের কর্মীরা বিধায়ক কমলাক্ষকে জনদরদি ও কর্মতৎপর নেতা হিসাবে আখ্যায়িত করেন । কাটিগড়ার পিছপড়া অঞ্চলের মানুষের পাশে কাটিগড়ার বিধায়ক না হয়েও যেভাবে পাশে দাড়িয়েছেন ও উন্নয়ন নিয়ে লড়ছেন । তারা বিধায়ক কমলাক্ষের পাশে রয়েছেন ।
২০২৬ বিধানসভা নির্বাচনে কাটিগড়া থেকে তাকেই প্রার্থী হিসাবে দেখতে চান তারা এমন বার্তা দেন বিজেপি কর্মীরা। মোট কথা কাটিগড়ার বর্তমান বিধায়ক যা করার কথা জনগণের স্বার্থে তাঁর চাইতে দিগুন করে দেখাচ্ছে উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা যুব নেতা কমলাক্ষ দে পুরকায়স্থ। মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিতে কাটিগড়ায় শাসক দলের বিধায়ক না থাকলে ও থেমে নেই উন্নয়ন বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।