শিলচর পৌরসভা থেকে পৌরনিগমে উন্নীত, আগামিকাল আনুষ্ঠানিক ঘোষণা সদর দফতরে

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,২৯জুন: শিলচর বাসী র বহু প্রতীক্ষিত স্বপ্ন সাকার। আনুষ্ঠানিক ঘোষণা ৩০ জুন সকাল সাড়ে দশটায়। শিলচর পৌরসভা থেকে পৌরনিগমে উন্নীত করা হয়েছে। আসাম সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, ঐতিহ্যবাহী শিলচর পৌরসভা কে শিলচর পৌরনিগমে উন্নতি করা হয়েছে যা শহরের উন্নয়ন এবং প্রশাসনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই স্মরণীয় উপলক্ষকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে সবধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে জেলা প্রশাসন সহ পৌর নিগম কর্তৃপক্ষ।