যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর, ২০জুন :- কাছাড় পুলিশের ব্যাপক সাফল্য। গোপন সূত্রের ভিত্তিতে জব্দ করতে সক্ষম হয় প্রায় ৫ কোটি টাকার নেশাজাতীয় দ্রব্য। মণিপুর থেকে আইজল হয়ে শিলচর রামনগরে পৌঁছতেই শিলচর সদর পুলিশ এবং কাছাড় জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে জব্ধ করতে সক্ষম হয় প্রায় ৫ কোটি টাকার অবৈধ বিদেশি সামগ্রী। কাছাড় পুলিশের দল যথেষ্ট সক্রিয় এবং চোরাকারবারিদের লাগাম টানতে তৎপর পুলিশ। পুলিশের এই উদ্যোগ কে সাধুবাদ জানায় সচেতন নাগরিক।

