উত্তর ত্রিপুরা পুলিশের ব্যাপক সাফল্য, ১৮০০ ইয়াবা ট্যাবলেট জব্দ গোপন সূত্রের ভিত্তিতে

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর, ১৯ জুন :- ধর্মনগরে পুলিশের নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য। গতকাল গোপন সূত্রের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে ১৮০০ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক কে আটক করতে সক্ষম হয় ধর্মনগর পুলিশ। নেশা বিরোধী অভিযানে তৎপর উভয় জেলার পুলিশ বাহিনী। ধর্মনগর থানার সামনে অভিযান চালিয়ে একটি হাই স্পিড টুকটুক ( নাম্বার :- TR-05A-2842 ) আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নয় প্যাকেটে মোট ১৮০০টি ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় আটক করা হয়েছে দুই যুবককে।

ধৃতদের নাম বিশাল চাকমা ও আসিস চাকমা, দুজনেই উনোকুটি জেলার পেঁচারতল নবীনচড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধর্মনগর থানার ইনচার্জ জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় নয় লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই ইয়াবা ট্যাবলেটগুলি সীমান্তবর্তী অঞ্চল থেকে ধর্মনগরের মধ্য দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আদালতে তোলা হবে এবং তদন্ত অব্যাহত থাকবে বলে জানায়।