দিলু ধর মেমোরিয়্যাল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট সম্পন্ন শিলচরে

চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গের শোভায়ন কুন্ডু ,প্রথম রানার্স মহারাষ্ট্রের কুলকার্নি বিক্রমাদিত্য ,দ্বিতীয় রানার্স শিলচরের অভ্রজিৎ নাথ।

মুন্না আচার্য্য, শিলচর,২৮জানুয়ারি: মঙ্গলবার শিলচর সদরঘাট রোডের বরাক ভিউ রেসিডেন্সি হোটেলের বেনক্যুট হলে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ও মাড়োয়ারি যুব মঞ্চ টাইট্যানসের সহযোগিতায় থার্ড লেট দিলু ধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টটি ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল। টুর্নামেন্টে ২৫০জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বী করেন। মঙ্গলবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের শোভায়ন কুন্ডু। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ ১,১১,০০০ (এক লাখ এগারো হাজার) টাকা, মেডেল ও শংসাপত্র। প্রথম রানার্স মহারাষ্ট্রের কুলকার্নি বিক্রমাদিত্য পেয়েছেন নগদ ৭১,০০০ (একাত্তর হাজার) টাকা, মেডেল ও শংসাপত্র, সেকেন্ড রানার্স শিলচরের অভ্রজিৎ নাথ পেয়েছেন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, মেডেল ও শংসাপত্র। চতুর্থ স্থানে তুর্কির সিরলিয়াব অ্যালিয়ার পেয়েছেন নগদ ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা,মেডেল ও শংসাপত্র।
এছাড়া বিজয়ী আরও ২৬ জনকে নগদ টাকা,মেডেল ও শংসাপত্র প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বিশেষ অতিথি অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যেতি হাজারিকা, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মূলচান্দ বৈদ, সম্মানিত অতিথি সারা অসম দাবা সংস্থার সম্পাদক রাজীব ধর , টুর্নামেন্ট কমিটির সহ সভাপতি বিভাস দেব, মাড়োয়ারি যুব মঞ্চের সভাপতি অমিত বরদিয়া, টুর্নামেন্ট ডিরেক্টর বিবেন্দু দাস , রূপক পাল প্রমুখ। এদিন সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্পাদিকা পাপিয়া ধর সহ প্রমুখ।