যুব বিচিত্রা প্রতিনিধি,ধর্মনগর ২২ মে: এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো সাব্রুম-শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চলন্ত ট্রেনেই সন্তানের জন্ম দিলেন এক মা। যাত্রী ও রেলকর্মীদের তৎপরতায় সুস্থভাবে হাসপাতালে পৌঁছানো সম্ভব হলো মা ও নবজাতকের। জন্মদাত্রী তেলিয়ামুড়ার এক ইটভাটার শ্রমিক ক্যাটকা নাগাশিয়ার ও স্ত্রী। তাঁরা মূলত রাঁচিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে এই দম্পতি সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রা শুরু করেন। কুমারঘাট স্টেশনের কাছাকাছি ট্রেন চলাকালীন প্রসব বেদনা শুরু হলে ট্রেনেই পুত্র সন্তানের জন্ম দেন ক্যাটকি। সকাল ১১টা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস টি ধর্মনগর স্টেশনে পৌঁছালেই পরিবারটি সঙ্গে সঙ্গে নেমে পড়ে এবং জিআরপি পুলিশের সাহায্য চান।
পুলিশ দ্রুত রেলের চিকিৎসক ও নার্সদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসক দল কে খবর দেন। ধর্মনগর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ই প্রাথমিক চিকিৎসা প্রদান করে রেল চিকিৎসক মা ও নবজাতককে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। জেলা হাসপাতালের চিকিৎসক ডা. সায়ন কুমার দাস জানিয়েছেন, মা ও সন্তান উভয়েই বর্তমানে সুস্থ রয়েছেন। এই ঘটনার জন্য রেল কর্মী ও চিকিৎসকদের তাৎক্ষণিক সহায়তা ও তৎপরতা প্রশংসনীয়। এই ঘটনা একদিকে যেমন মানবিকতার দৃষ্টান্ত, তেমনি জরুরি পরিস্থিতিতে রেল ও চিকিৎসা পরিষেবার সমন্বয় কতটা কার্যকর হতে পারে, তার প্রমাণও বটে। সবমিলিয়ে সুস্বাস্থ্য অটুট রেখে মা – পুত্রের জীবন ফেরত,রেল প্রশাসনের সুদক্ষতার প্রশংসা করলেন যাত্রী রা।
