যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি, ১৮জুন :- হাইলাকান্দি জেলার দাড়িঘাট বলদাবলদি জিপির দশ নম্বর গ্রুপের পালইছড়া দ্বিতীয় খন্ড থেকে প্রাপ্য অরুণোদয় হিতাধিকারীর নাম কেটে নতুন নাম সংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণের অভিযোগ মতে ত্রিমেন্স কমিটি অর্থের বিনিময়ে বিকলাঙ্গ, প্রবীণ নাগরিক, বিধবা নারী সব মিলিয়ে প্রায় ৭০ জনের অরুণোদয় থেকে নাম কাটা হয়েছে।যারা মূলত প্রকৃত হিতাধিকারীর তালিকায় অন্তর্ভুক্ত। স্থানীয়রা একত্র হয়ে এনিয়ে প্রতিবাদ করেন। তাহাদের মতে এই ৭০ জন অরুনোদয় পাওয়ার যোগ্য আর উনারা অনেক দিন থেকে অরুনোদয়ের টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে কেন অরুনোদয় থেকে নাম বাদ পড়বে? এই প্রতিবাদে উপস্থিত ছিলেন ১০টি গ্রুপ সদস্যার প্রতিনিধি যথাক্রমে সফিকুর রাহমান চৌধুরী, সমাজসেবী আজমিরুল হক চৌধুরী, বিধায়ক সুজাম উদ্দিন মহাশয়ের প্রতিনিধি রুবুল আহমেদ লস্কর, দিলোয়ার হুসেন চৌধুরী, নিজাম উদ্দিন, জহুর উদ্দিন সহ প্রমূখ। স্থানীয়রা এ বিষয়ে জেলা কমিশনার, মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
অরুণোদয় প্রকল্প থেকে নাম কর্তন,প্রকৃত হিতাধিকারীর সঙ্গে প্রবঞ্চনার অভিযোগ পালইছড়াতে
