ওভারলোড ট্রাক ই বিপদ ডেকে আনলো বরাক উপত্যকার
সানি রায়, শিলচর ১৮ জুন :- মাঝরাতে ওভারলোড ট্রাক সহ সেতু তলিয়ে গেলো হারাং নদীর তলে। যোগাযোগ বিচ্ছিন্ন হলো বরাক ব্রহ্মপুত্রের সঙ্গে। ওভারলোড সিন্ডিকেটের লরি ই চরম পর্যায়ে নিয়ে গেলো বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা কে। ২০১৬ র মেরামত হয়েছিল কাটিগড়া – মালিডহর (বরাক – ব্রহ্মপুত্রের)সংযোগী পথের
গ্যামেন সেতু। সেই সেতু বেহাল রূপ নেওয়ায় বর্তমানে মেরামত চলছে,গ্যামেন সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ করা হয়েছে ইতিমধ্যে।মাস দুয়েক বন্ধ থাকবে গ্যামেন সেতু। এদিকে,বিকল্প পথ কালাইন – শিলচর সড়কের ভাঙ্গারপার হারাং সেতু মাঝরাতে তলিয়ে গেলো হারাং নদীর বুকে। সেতুর উপর রয়েছে দুটি ওভারলোড ট্রাক। বিপাকে বরাক বাসী, জাতীয় সড়কে র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন বরাক – ব্রহ্মপুত্রের। অন্যদিকে, গ্যামেন সেতুর মেরামত চলতি অবস্থায় একমাত্র বিকল্প সড়ক ই ছিল ভাঙ্গারপার ভায়া শিলচর – কালাইন জাতীয় সড়ক।
কিন্তু তা ও আজ ওভারলোড এর কবলে পড়ে হারাং নদীতে তলিয়ে যায় সেতু টি, বতর্মানে শিলচর – কালাইন রোডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন সহ কাছাড় জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালায়। এদিকে হারাং নদীর দুপাশে শতাধিক ছোট বড়ো যানবাহন আটকা পড়তে দেখা যায়।ব্যাহত যান চলাচলে উদ্বিগ্ন সচেতন নাগরিক সহ পথযাত্রী রা।
এদিকে বর্তমান অবস্থায় যোগাযোগ স্বাভাবিক রাখতে প্রশাসনের তরফে কি নেয় পদক্ষেপ তা হবে দেখার বিষয়।