ওয়াকফ্ সংশোধিত আইন-২০২৫” প্রত্যাহারের দাবিতে সর্বত্র প্রতিবাদের ঝড়

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,৮ এপ্রিল: ধর্মীয়, সামাজিক ও ঐতিহ্যগত অধিকার রক্ষার স্বার্থে “ওয়াকফ্ সংশোধিত আইন-২০২৫” প্রত্যাহারের দাবিতে সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছে। বরাক উপত্যকার আনাচে কানাচে ও দেখা গেছে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতিবাদ কর্মসূচি। মঙ্গলবার সকাল ১০টায়, লালা মঙ্গলবারী বাজার থেকে এক শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করেছে স্থানীয় ইসলাম সম্প্রদায়ের মানুষ। এই পদযাত্রা লালা থেকে শুরু হয়ে হাইলাকান্দি জেলার জেলা আয়ুক্তের কার্যালয়ে পৌঁছাবে এবং সেখানেই দেশের মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করতে সিদ্ধান্ত নিয়েছে। এই গণতান্ত্রিক কার্যক্রমে সহযোগিতা কামনা করেন রামচণ্ডী, নিমাইচাঁদপুর জেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী দিলোয়ার হোসেন বড়ভুইয়া। বরাক উপত্যকার সর্বত্র ইসলাম সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদের ঝড় তুলেছে।