বিমান দূর্ঘটনায় নিহত দের প্রতি শ্রদ্ধাঞ্জলি ধর্মনগরে l
রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৪জুন :- অখিল ভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলা সমিতি-র পক্ষ থেকে এক গভীর সহানুভূতিশীল উদ্যোগ নেওয়া হয়। ১৪ই জুন ২০২৫, শনিবার সন্ধ্যা ৭:১৫টায় বিশেষ সভার আয়োজন করে সদ্য বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায়। ধর্মনগরের বড়ো দিঘির উত্তর পাড়ে অবস্থিত আম্রকুঞ্জে আয়োজিত হয় গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের অনুষ্ঠান। উক্ত দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করে তাঁদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁদের পরিবার-পরিজনদের প্রতি জানানো হয় হৃদয়ের অন্তস্থল থেকে গভীর সমবেদনা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলা সমিতির সভাপতি অমলেন্দু চৌধুরী, সহ-সভাপতি শ্রদ্ধেয়া তান্নু দেববর্মন, জেলা মহামন্ত্রী শ্রী পার্থ শর্মা, রাজ্য প্রান্ত মন্ত্রী ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নগর সহ-বৌদ্ধিক প্রমুখ শ্রী সন্দীপ কুমার নাথ, সাহিত্য বিভাগ সংযোজক ও বিশিষ্ট কবি শ্রী মধুমঙ্গল সিনহা। এছাড়াও বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, নৃত্যশিল্পী ও চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে এক গভীর আবেগময় পরিবেশে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। কার্যক্রমের শেষে শান্তিমন্ত্র পাঠ করে সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়। এই মানবিক উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল, যেখানে সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় সদস্যরা জাতিগত শোকপ্রকাশে একত্রিত হয়ে সহমর্মিতার বার্তা পৌঁছে দিলেন সমাজে l