রেল কর্মী র অমানবিকতা, ট্রেন থেকে নামিয়ে দেওয়া অসুস্থ মহিলার মৃত্যু গাছের তলায়

যুব বিচিত্রা ,প্রতিনিধি, শিলচর,১১ ফেব্রুয়ারি: শিলচর রেলস্টেশনের সামনে থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। আনুমানিক বছর ৫০-র এই মহিলার মৃত্যুকে ঘিরে বেরিয়ে এসেছে চূড়ান্ত অমানবিক তথ্য। সোমবার বিকেলের দিকে ওই মহিলাকে স্টেশনের সামনে একটি গাছের নীচে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় তারাপুর ফাঁড়ির পুলিশ দের। সেখানে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা যায়, শনিবার বাইরে থেকে আসা একটি ট্রেনে অসুস্থ অবস্থায় পাওয়া গিয়েছিল ওই মহিলাকে। তখন স্টেশনে কর্তব্যরত নিরাপত্তাকর্মী মহিলাকে অন্যান্যদের সহায়তায় ট্রেন থেকে নামিয়ে একটি ঠেলায় উঠিয়ে দেন। ঠেলাচালক ঠেলায় করে মহিলাকে এনে রেখে দেয় স্টেশনের বাইরে থাকা গাছের তলায়। সেখানে ঠান্ডার মধ্যে পড়ে থেকে থেকে মৃত্যু ঘটে ওই মহিলার। স্টেশন এলাকার এক ব্যক্তি জানান, স্টেশনে কর্তব্যরত এ এস আই (আর পি এফ) র নির্দেশে ঠেলাচালক মহিলাকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে এসে রেখে যান গাছের তলায়। স্টেশনে কর্তব্যে নিয়োজিত রয়েছে আরপিএফ এবং জিআরপি দুই নিরাপত্তা বাহিনী, রয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও। এদিকে বর্তমানে মহিলার মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠছে, যে নিরাপত্তাকর্মী ঠেলাচালককে দিয়ে অসুস্থ মহিলাকে ট্রেন থেকে নামিয়ে এনে গাছের নীচে রাখার ব্যবস্থা করেছিলেন, তিনি কি একটু মানবিকতা দেখাতে পারতেন না? স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডেকে কি সেবা প্রদান করতে পারেনি? মহিলাকে ট্রেন থেকে নামিয়ে এভাবে গাছের তলায় ছেড়ে যাওয়ার বদলে হাসপাতালে পাঠালে হয়তো বেঁচে যেতেন তিনি। এ মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এখন অবধি মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।