সোনাই বিধানসভা নির্বাচনে তৎপর যেমন কংগ্রেস তেমন জেডিইউ
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর ১৫জুন: আসন্ন ২০২৬ র অসম বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমতো দৌড়ঝাঁপ বেড়েছে শাসক – বিরোধীর। তাঁর অংগ হিসেবে বরাক উপত্যকার বিভিন্ন সমষ্টি তে প্রার্থীদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। এর মধ্যে অন্যতম রয়েছে সোনাই বিধানসভা এবং কাঠিগড়া। দুটি ই কাছাড় জেলার অন্তর্ভুক্ত। এদিকে, সোনাই বিধানসভা য় রীতিমতো রাজনৈতিক বাজার সরগরম। কংগ্রেস যেমন তৎপর তেমন কেন্দ্র সরকারের শরিক জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ও তৎপর প্রার্থী চয়নে।


সোনাই বিধানসভা সমষ্টির মাঠ চষে বেড়াচ্ছেন জেডিইউ র বরাক উপত্যকার অন্যতম কর্মী তথা কাছাড় জেলা সভাপতি মেহবুব রহমান বড়ভূইয়া (বাপ্পি)। বন্যা কবলিত অঞ্চলে জনতার পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সময়ে জনতার ডাকে সাড়া দিতে ও দেখা গেছে মেহবুব রহমান কে। এবার কেন্দ্র সরকারের শরিক দল জেডিইউ কে বরাক উপত্যকায় ভীত মজবুত করতে সবরকমের প্রয়াস হাতে নিয়ে এপার ওপার ঘুরে বেড়াতে দেখা যায় বাপ্পি কে। সবার প্রিয় তালিকায় দলকে নিয়ে যেতে সদা সক্রিয় জেলা সভাপতি মেহবুব রহমান বড়ভূইয়া ওরফে বাপ্পি। অন্যদিকে, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে দাবীদার হয়ে মাঠ চষে বেড়াতে দেখা যাচ্ছে অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। যদিও এখন পর্যন্ত শাসক দলের দাবীদার চোখে পড়েনি। তবে কোন দল ই হাল ছেড়ে দেয়নি। নুন্যতম পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে ২০২৬ র বিধানসভা নির্বাচন নিয়ে। কোন দল কাকে প্রার্থীত্ব দেবে সময়ের অপেক্ষায় জনতা।