যুব বিচিত্রা প্রতিনিধি গৌহাটি,২৪ এপ্রিল: অসমের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম র রাষ্ট্র বিরোধী মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া। হিন্দু রক্ষী দলের এজাহারে গ্রেপ্তার হয় নগাঁও জেলার ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম। উল্লেখ্য, কাশ্মীর পেহেলগাম কাণ্ডে সারা দেশ জুড়ে যখন প্রতিবাদের ঝড়। ঠিক তখনই কিছু দুষ্কৃতীর দল ভারতের খেয়ে পড়ে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে পাকিস্তান এর ওকালতি করতে দেখা যায়। আর তাঁর ই প্রমাণস্বরূপ অসমের নগাঁও জেলার ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম কাশ্মীরের ঘটনায় উস্কানিমূলক মন্তব্য করতে দেখা যায় সামাজিক মাধ্যম সহ জনসমক্ষে।
তাঁর বক্তব্যে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ফের পাক সন্ত্রাসী কে নির্দোষ প্রমাণিত করতে গিয়ে দেশের সরকারকে বিরোধ করছে, আবার পাক সরকারের প্রশংসা করে সন্ত্রাসী আক্রমণ কে অস্বীকার করে সম্পূর্ণ বিরোধী মন্তব্য করে রাজনৈতিক রং লাগাতে চাওয়া বিধায়ক আমিনুল ইসলাম এর গ্রেপ্তারে স্বস্তি।অসম রাজ্যের নগাঁও জেলার ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম র বিরোধী রাষ্ট্র দোহী বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করে অসম পুলিশ। এজাহার দায়ের করেন হিন্দু রক্ষী দল। সন্ত্রাস সমর্থক বিধায়ক আমিনুলের উপর ভারতীয় ন্যায় সংহিতা র মামলা নং ৩৪৭/২০২৫ ধারা যথাক্রমে ১৫২/১৯৬/১৯৭(১)/১১৩(৩)/৩৫২/৩৫৩ বিএনএসে অন্তভূর্ক্ত করে মহানগর পুলিশ আমিনুল কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আদালতে তোলা হবে শুক্রবার, আদালতের পরবর্তী নির্দেশনা মোতাবেক বিহিত ব্যবস্থা নেওয়া হবে ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে। সবমিলিয়ে দেশে বর্তমান থমথমে অবস্থা, এর ই মধ্যে কিছু দুষ্ট চক্র আরো ও থমথমে করতে চেয়েই নাকি আবোল তাবোল মন্তব্য করতে মাঠে নেমেছে।
