জেলা পরিষদ আসনের জন্য হাইলাকান্দি তে আবেদন পত্র জমা মান্না খানের
যুব বিচিত্রা প্রতিনিধি,হাইলাকান্দি,১৮ ফেব্রুয়ারি: হাইলাকান্দি তে দৌড়ঝাঁপ শুরু পঞ্চায়েত প্রতিনিধি দের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন গ্রহণ করছে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি। সম্প্রতি, হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে জামিরা-সাহাবাদ জেলা পরিষদ আসনের জন্য আবেদন পত্র জমা দেন বিশিষ্ট কংগ্রেস নেতা তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ফিরুজ খান চৌধুরী ওরফে মান্না খান। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী সহ ও অনেক সমর্থকরা। আবেদনপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মান্না খান চৌধুরী বলেন, যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জনগণের জন্য কাজ করার সুযোগ পাব। আমার লক্ষ্য হলো উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের অধিকার রক্ষা করা, জনগণের সুখদুঃখে পাশে থাকা। মান্না খান চৌধুরী সংবাদমাধ্যমে আরোও জানান, যখন কংগ্রেস দল খুবই সংকটজনক মূহুর্তে ছিল যে সময় দল ত্যাগ করেন নাই। সর্বদা দলের প্রতিটি কর্ম, দলের প্রতিটি পদক্ষেপে সঙ্গে ছিলেন। তিনি বলেন, দলের জন্য শুধু এলাকায় নয়, নিজের রাজ্যেও নয় বহিরাজ্যেও তিনি যাত্রা করেছেন। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে বিভিন্ন আন্দোলনে যোগদানও করেছেন। দলকে শক্ত করতে প্রতিটি কর্মে দলের সাথে ছিলেন। উনি আশ্বাস রেখেছেন টিকিট উনি পাবেন। সাথে উনার সমর্থকরাও সংবাদমাধ্যমে জানান, দলের জন্য উনি একজন যথাযোগ্য প্রার্থী। সমর্থকরা বলেন, উনি সর্বদা অসহায় মানুষেকে সাহায্যে সহযোগিতা করে যাচ্ছেন। তাই সমর্থকরা টিকিট এর দাবী জানান এবং মান্না খানকে জেলা পরিষদ আসনে দেখতে চান স্থানীয় নাগরিক রা এমনটাই জানালেন এদিন।