মহিলা সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় মামলা, গ্রেফতারের দাবিতে ডেপুটেশন

রমেন্দ্র গোস্বামী, ত্রিপুরা, ১৩জুন :- ত্রিপুরা রাজ্যে একের পর এক সাংবাদিক আক্রমণের বলি। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! উদ্বিগ্ন সচেতন নাগরিক। গত ১০ জুন আগরতলার কর্মরত মহিলা সাংবাদিক শ্রেয়সী দেবনাথকে ফোনে প্রাণনাশের হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে রানীরবাজার এলাকার বাসিন্দা সৌরভ মজুমদারের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাংবাদিক মহলে।

ভুক্তভোগী সাংবাদিক শ্রেয়সী দেবনাথ গতকাল, অর্থাৎ ১১ জুন আগরতলার পশ্চিম মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবিতে ‘ভয়েস অফ মিডিয়া’র ত্রিপুরা শাখার প্রতিনিধি দল পশ্চিম মহিলা থানার অফিসার ইনচার্জ স্বস্তি দাসের সঙ্গে সাক্ষাৎ করে একটি ডেপুটেশন পেশ করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি কৌশিক অধিকারী, সম্পাদক বাপন সাহা, প্রভাত ঘোষ, অজয় পাল, বিভূতি ভূষণ ঘোষ, মনি দেবনাথ, রোমন আহমেদ, তাপস রুদ্রপালসহ আরও অনেকে।

তাঁরা অভিযুক্ত সৌরভ মজুমদারকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। মহিলা সাংবাদিকের নিরাপত্তা ও সাংবাদিকদের প্রতি সম্মান বজায় রাখতে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্রের উপর আক্রমণ বেড়ে উঠছে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে। এতে প্রশাসনের ভূমিকা বা সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন! গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কর্মী সাংবাদিক, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসনের সক্রিয় পদক্ষেপ কামনা করেন রাজ্যের বিভিন্ন সংগঠন সহ সাংবাদিক বন্ধুরা।