ওয়াকফ্ বিলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় এবার ত্রিপুরায়

বিল বাতিল না হলে আন্দোলনের হুমকি

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,৮ এপ্রিল: ভারতে আইনে পরিণত হলো বিতর্কিত ওয়াকফ্ সংশোধনী বিল। নতুন আইনে ওয়াকফ্ সম্পত্তি পরিচালনা বোর্ডে থাকছে অ-মুসলিমরাও। কোনো জমি ওয়াকফ্ কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। এছাড়া, জমির মালিকানা যাচাইয়ের নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্র ও রাজ্য সরকারের হাতে। এই সুযোগে পুরোনো মসজিদ সহ বহু ঐতিহাসিক স্থাপনা বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষমতাসীন বিজেপি সরকার বলছে, এই প্রক্রিয়ার মাধ্যমে কমবে দুর্নীতি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি আসবে বৈচিত্র্য ও সংহতি। তবে সমালোচকদের মতে, বিলটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে আঘাত আনবে। ফলে বাড়বে হিংসা বিদ্বেষ। এই ওয়াকফ্ সংশোধনী বিল ঘিরে মুসলিম সম্প্রদায়ের তীব্র বিক্ষোভ এবার ত্রিপুরা রাজ্যের প্রান্তে প্রান্তে। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবং দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য দের কুশপুত্তলিকা দাহ করে চলছে অবিরত প্রতিবাদ। এই প্রতিবাদের ধারাবাহিকতায় ওয়াকফ্ সংশোধনী বিল পাশের প্রতিবাদে মঙ্গলবার উত্তর জেলার ধর্মনগর থানাধীন সাকাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের সকল মুসলিম সম্প্রদায়ের জনগণ সাঁকাইবাড়ী পশ্চিম বাজারে একত্রিত হয়ে প্রতিবাদী সভা সহ বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী রেনু মিয়া, আব্দুল সাজিদ, টিপু সুলতান, মহঃ আব্দুল মালিক, আব্দুল বসর সহ সাঁকাইবাড়ী গ্রামের মুসলিম সম্প্রদায়ের প্রায় শতাধিক মানুষ। এদিনের বিক্ষোভ প্রদর্শন প্রায় ঘন্টাখানেক সময় ধরে চলে। ওয়াকফ্ বিল প্রত্যাহারের দাবিতে গত দুদিন থেকে উত্তেজনায় ফুটছে রাজ্যের বিভিন্ন এলাকা। ওয়াকফ্ বিল প্রত্যাহারের দাবিতে এদিনের বিক্ষোভ প্রদর্শনে সাঁকাইবাড়ী এলাকার স্থানীয়রা জানান,যদি এই বিল অতি সত্বর প্রত্যাহার না হয় তাহলে আগামী দিনে তারা গনতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে গড়ে তুলতে বাধ্য হবে।