যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি, ১২জুন :- হাইলাকান্দির ৬২ টি গাঁও পঞ্চায়েত ও ৫ টি আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত ওয়ার্ড সদস্যদের প্রথম সভার সময়সূচী ঘোষণা করা হয়েছে। জেলা কমিশনার নিসর্গ হিভারে বুধবার এক আদেশ জারি করে সেই সময়সূচী ঘোষণা করেছেন। এই আদেশে জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে একজন করে প্রশাসনিক আধিকারিক কে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করে তারা পঞ্চায়েত সদস্যদের প্রথম বৈঠকে উপস্থিত থাকতে পারেন। আগামী ২১ জুন থেকে পর্যায়ক্রমে প্রতিটি গাঁও পঞ্চায়েতে প্রথম সভা অনুষ্ঠিত হবে। তবে আঞ্চলিক পঞ্চায়েত গুলির প্রথম সভা আগামী ১১ জুলাই একই দিনে অনুষ্ঠিত হবে।


জেলা কমিশনারের আদেশে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীন গাঁও পঞ্চায়েতগুলি এবং হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে তদারকি অফিসার হিসেবে এসিস্ট্যান্ট কমিশনার লাইসরিঙডি নাইডুকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার জনাদি লাংথাছাকে আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতে, এসিস্ট্যান্ট কমিশনার সীমান্ত বিশ্বাস কে লালা আঞ্চলিক পঞ্চায়েতে, এবং এসিস্ট্যান্ট কমিশনার প্রসেনজিৎ দে-কে দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সার্কেল অফিসার আরিফ আহমেদ চৌধুরীকে কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েতের অধীনস্থ গ্রাম পঞ্চায়েত এবং আঞ্চলিক পঞ্চায়েতের প্রথম সভা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।মূল কথা পঞ্চায়েতের বোর্ড গঠন সরকারের পরিকল্পনা রূপায়নের উদ্দেশ্যে সারা রাজ্য জুড়ে তৎপর সরকার।