জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
যুব বিচিত্রা প্রতিনিধি, কাশ্মীর :- ভারতের চেনাব রেলসেতু নির্মাণে বিশ্বকে স্তম্ভিত করে দিল ভারত। ভারত সর্বোচ্চ রেলসেতু নির্মিত করল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায়। চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতু, নাম হলো চেনাব রেলসেতু। এটি পৃথিবীর উচ্চতম রেলওয়ে deck arch ব্রীজ। এক রেল সেতুতে কাশ্মীর জুড়ে গেল গোটা দেশের সঙ্গে। এতদিন পর্যন্ত গোটা দেশের সঙ্গে একমাত্র জম্মুর সরাসরি রেল যোগাযোগ ছিল। রেল নেটওয়ার্ক কাশ্মীর উপত্যকাতেও ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছিল কয়েক দশক আগে। হিমালয়ের মতো ভঙ্গুর এলাকায় সেতু ধাপে ধাপে সব বাধা কাটিয়ে ভারতীয় প্রযুক্তিতে মাথা তুলে দাঁড়াল চেনাব রেল সেতু। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু আর্চ ব্রিজ। নদী থেকে এর সর্বোচ্চ পয়েন্টের উচ্চতা ৩৫৯ মিটার যা প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার বেশি উঁচু। ৪৬৭ মিটার দীর্ঘ একটি আর্চ অর্থাৎ ধনুক আকৃতির কাঠামোর উপর রয়েছে এই ব্রিজের ডেক অংশটি। ব্রিজের দৈর্ঘ্য ১৩১৫ মিটার। এর মধ্যে ৫৩০ মিটার লম্বা অ্যাপ্রোচ ব্রিজ এবং ৭৮৫ মিচার লম্বা ডেক আর্চ ব্রিজ । এই অংশের উপরেই গাড়ি ছুটবে ।


চেনাব ব্রিজের উপর দিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটারের উপর গতিবেগে যাতায়াত করতে পারবে ট্রেন। সেতুর ভিতের ডিজাইন তৈরি করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। স্লোপ স্টেবিলিটি সংক্রান্ত কাজ করেছে আইআইটি দিল্লি। ভূমিকম্প সহনশীলতার মাত্রা পরীক্ষা করেছে আইআইটি দিল্লি এবং আইআইটি রুরকি। বিস্ফোরণ-প্রতিরোধী করার কাজ করেছে ডিআরডিও। গোটা প্রকল্পটি দেখভাল করেছে ভারতীয় রেলের সংস্থা কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন। সেতুর ডিজ়াইন ও নির্মাণের কাজে হাতে হাত মিলিয়েছে অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচার, ভিএসএল ইন্ডিয়া এবং দক্ষিণ কোরিয়ার আল্ট্রা কন্সট্রাকশান অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সেতুটি নির্মাণে সময় লেগেছে প্রায় ২০ বছর। এই সেতুটি উদ্বোধন করেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্দে ভারত ট্রেনও ছুটবে এর ওপর দিয়ে। সেখান দিয়ে ট্রেনে করে যাত্রার সময় এমন পাহাড়ের স্বর্গীয় মাহাত্ম্য উপভোগের সুযোগ পাবেন পর্যটক।