ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ভয়াবহ বিমান দূর্ঘটনায় প্রাণ গেল ২৪৩ জনের ও অধিক যাত্রীর

বিশেষ প্রতিবেদন, গুজরাট :- ভারতের ইতিহাসে প্রথমবারের মতো এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া।
কেউ কল্পনাও করতে পারেনি মৃত্যু এত কাছে ছিল।কম করেও ২৪২ জন যাত্রীর মৃত্যু আশঙ্কা করা হলেও ২০৪ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয় প্রশাসন। এয়ার ইন্ডিয়ার একটি বিমান (AI-171) উড়ানের কিছুক্ষন পর ই এক ভয়ংকর বিমান দুর্ঘটনা সংগঠিত হয় আহমেদাবাদে। হঠাৎ আকাশে দেখা গেল কালো ধুঁয়োর ছানি। এক জন দুজন নয় ২০৪ জন যাত্রীর নিমিষে শেষ হয়ে গেল প্রাণ।

১২ জুন এক আকস্মিক ইতিহাস সাক্ষী করা ঘটনায় শিহরণ কারী ঘটনা আহমেদাবাদে সংগঠিত হয়। আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে উত্তরণের মাত্র কিছু মিনিট পর ই ১:৩৯মিনিটে ই দুর্ঘটনা সংঘটিত হয়। দূর্ঘটনা গ্রস্থ বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিমানের মধ্যে মোট ২৪২ জনের মধ্যে ২৩০ জন যাত্রী ছাড়াও ১২ জন ছিলেন পাইলট সহ কেবিন ক্রু সদস্য। কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর, এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমান চলাচল নিয়ন্ত্রণের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।যার ফলে চলন্ত বিমান নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিক দূর্ঘটনার শিকার হয়। এদিকে, মর্মান্তিক এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী ও গভীর শোক প্রকাশ এর পাশাপাশি সমবেদনা জ্ঞাপন করে কেন্দ্র সরকারের তরফে সবধরনের সহযোগিতা র আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদী।