জননেতা সূধন্যা সিনহা র নেতৃত্বে কালিনগর গাঁও পঞ্চায়েতে বান সামগ্রী বিতরণ প্রশাসনের

যুব বিচিত্রা প্রতিনিধি কাটাখাল,৬জুন: বন্যায় জেরবার উত্তর হাইলাকান্দি র বহু অঞ্চল। তাঁর মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে রয়েছে কালিনগর গাঁও পঞ্চায়েত সহ বক্রিহাওর,পাঁচগ্রাম,সহ আশপাশ এলাকা।
গতকাল কালিনগর গাঁও পঞ্চায়েতের বিভিন্ন প্লাবিত এলাকায় বন্যার্তদের খোঁজ নিলেন হাইলাকান্দি জেলা উপায়ুক্ত নিসর্গ হিভরে (আইএএস)। কালিনগর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত জনপ্রতিনিধি সূধন্যা সিনহা র নেতৃত্বে প্রশাসনের দৃষ্টি পড়ে বান কবলিত কালিনগরে।প্রদান করা হয় সরকারের তরফে বান সাহায্য। সূধন্যা সিনহা গ্রামবাসীদের দূর্ভোগ এর কথা তুলে ধরে যথাশীঘ্র তাদের রিলিফ ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানানোর সঙ্গে সঙ্গে ই জেলা প্রশাসন বিহিত পদক্ষেপ নিয়ে রাতের মধ্যেই কালিনগর গাঁও পঞ্চায়েত এলাকায় রিলিফ পাঠিয়ে দেন। তৎসঙ্গে জেলা উপায়ুক্ত স্থানীয় পঞ্চায়েত সদস্য সূধন্যা সিনহা র অনুরোধে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় হাঁটুজল ভেঙে বন্যার্তদের খবর নেন।


হাইলাকান্দি জেলার জেলাশাসক নিসর্গ হিভরের এই উদ্যোগ কে ধন্যবাদ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা কে সাধুবাদ জানান এলাকাবাসী।