বরাক উপত্যকার শ্রীভূমি-হাইলাকান্দি তে বিক্ষিপ্ত ভোট , শান্তি প্রিয় কাছাড়

বেশকটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ সম্পন্ন ৪ মে, তৎসঙ্গে ভোট বয়কটের তালিকায় হাইলাকান্দি

যুব বিচিত্রা প্রতিনিধি,হাইলাকান্দি,৬মে: বরুণছড়া-কুকিছড়া জিপির দু’টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট বয়কট করতে বাধ্য হলেন। No Road No Vote ব্যানার বানিয়ে প্রতিবাদে বরুণছড়া-কুকিছড়া জিপির দুটি ভোট কেন্দ্রের ভোটাররা। ভোট কেন্দ্রে একজন ভোটার ও ভোট দিলেন না। অবাক করা বিষয়, কেন জনগণ ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করলেন না। ঘটনাটি হল হাইলাকান্দি জেলার বরুণছড়া-কুকিছড়া জিপির দু’টি ভোট কেন্দ্রে। এই দু’টি ভোট কেন্দ্রের ভোটাররা ভোট বয়কট করলেন৷ ভোট কেন্দ্রগুলি হল ৫৫ নং বাংলাবাসা এল.পি স্কুল এবং ৫৬ নং কুকিছড়া সরকারি জুনিয়র বেসিক স্কুল। এই দু’টি সেন্টারের ভোটাররা ভোট বয়কট করেছেন। সংবাদমাধ্যমে এলাকার ভোটাররা জানান, এলাকার রাস্তার অবস্থা বেহাল, কোন ধরনের যোগাযোগ সুবিধা নেই, শিক্ষা ব্যবস্থার সুবিধা নেই, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থেকে বঞ্চিত গ্রাম। তাঁরা জানান, তাদের সমস্যার সমাধান না পাওয়া পর্যন্ত কোনো ধরণের ভোট প্রদান করবেন না গ্রামের ভুক্তভোগী জনতা। তারা বলেন, বহু বছর ধরে তাহাদের পূর্বপুরুষ থেকে এই এলাকায় বসবাস করে আসছেন কিন্তু এখন পর্যন্ত যাতায়াত ব্যবস্থার কোন সুবিধা নেই। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। সবমিলিয়ে তাদের প্রতিবাদ একটি ব্যানার বানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলতে দেখা যায় উক্ত অঞ্চলকে। তাঁরা এসব নিত্যনৈমিত্তিক সমস্যার স্থায়ী সমাধান না পাওয়া অবধি ভোট বয়কটের ধারা অব্যাহত রাখবে,ভোট প্রদান করবে না বলে কঠোর স্থিতি অবলম্বন করতে বাধ্য হয়েছে বলে দাবী করেন গ্রামের মানুষ।
অন্যদিকে,বরাক উপত্যকায় প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনে বিক্ষিপ্ত হিংসা ছড়ায় শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে। পুনরায় ভোট গ্রহণ সম্পন্ন হয় ৪ মে রবিবার। শান্তিপ্রিয় ভোট সম্পন্ন হয় জেলা কাছাড়ে।