বিপ্লজিৎ দেব,লঙ্কা,৬ জুন: লঙ্কা শহর সংলগ্ন ডেরা পাথারে এক সুলভ মূল্যের দোকানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন স্থানীয় মহিলারা। জানা গেছে এক বৃদ্ধ মহিলাকে এক বৎসর ধরে বিনামূল্যে চাল বিতরণ থেকে বঞ্চিত করা হচ্ছে। অভিযোগ মতে বিনামূল্যের দোকানদার নাকি অর্থের বিনিময়ে রেশন কার্ড করিয়ে দিচ্ছেন।
অন ক্যামেরায় এক ভুক্তভোগী মহিলা রেশন ডিলারের প্রতি চড়াও হতে দেখা যায়। তাছাড়া প্রাপ্য চাউল থেকে কম চাউল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উক্ত রেশন দোকানের স্বত্বাধিকারী সুল্টুন দে মুখ্যমন্ত্রীর নির্দেশেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের খেয়ালখুশি মতো প্রাপ্য চাল থেকে ওজনে চাউল কম দিচ্ছেন বলে অভিযোগ এনেছেন স্থানীয় হিতাধীকারিরা।
বাসন্তীবালা বর্মন নামে এক বৃদ্ধ মহিলার রেশন কার্ড রেশনের ডিলার সুল্টুন দে তার নিজের ব্যক্তিগত জিম্মায় রেখে বঞ্চিত করছেন উক্ত বৃদ্ধ মহিলাকে। এই অভিযোগ সুল্টুন দে নিজেই স্বীকার করে নিয়েছেন। এবার কথা হলো সংবাদ পরিবেশনের পর জেলা খাদ্য অসামরিক বিভাগ এবং স্থানীয় প্রশাসন কি নেয় পদক্ষেপ? তা হবে লক্ষণীয়!