ডিজিট্যাল প্রতারণা ধর্মনগরে

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৭জুন: শুক্রবার বিকেলে ধর্মনগরের আইএসবিটি এলাকায় গুগল পে-র মাধ্যমে প্রতারণা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক এক গাড়ি চালকের কাছ থেকে ভাড়া নেওয়ার সময় ডিজিটাল লেনদেনের ছলনা করে টাকা না পাঠিয়ে চালককে বিভ্রান্ত করার চেষ্টা করে। ধৃত যুবকের নাম অয়ন চক্রবর্তী, তার বাড়ি ধর্মনগরের নতুন পট্টি এলাকায়, পৌর পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পরপরই সন্দেহ হওয়ায় চালক ও স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন এবং অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, অভিযুক্ত অয়ন গাড়ি ভাড়া দেওয়ার নাম করে গুগল পে-র মাধ্যমে অর্থ পাঠানোর ভান করে চালককে প্রতারণার চেষ্টা করছিল। অয়ন চক্রবর্তীর এমন ঘটনা আরো ও রয়েছে বলে অভিযোগ। ধর্মনগর থানার পুলিশের হেফাজতে রয়েছে অয়ন।