পঞ্চায়েত নিৰ্বাচন ঘিরে সবকটি জেলা প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত, কাছাড়ের সবিশেষ জানালেন ডিসি – এসপি

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে কাছাড় পুলিশের ব্যতিক্রমী পদক্ষেপ

মুন্না আচার্য্য, শিলচর,১৯ এপ্রিল: আসন্ন পঞ্চায়েত নির্বাচন অতি সন্নিকটে। আর মাত্র কটা দিন বাকি। নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে আদাজল খেয়ে মাঠে নামলো জেলা প্রশাসন। ইতিমধ্যে বরাক উপত্যকার তিনটি জেলায় প্রায় নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত। ভোটার তালিকা প্রকাশ সহ সীমা নির্ধারণ সম্পন্ন। উল্লেখ্য, কাছাড় জেলায় পঞ্চায়েত নিৰ্বাচনকে ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। শনিবার কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমাল মাহাত্তো পঞ্চায়েত নির্বাচনের সবিশেষ উল্লেখ করেন। তাঁরা জানান, পঞ্চায়েত ভোটে ১৭০৬ টি ভোট কেন্দ্ৰ রয়েছে। এরমধ্যে ২৭৪ টি মহিলা ভোট কেন্দ্র। জেলায় মোট ভোটার ১০ লক্ষ ৬০ হাজার ১৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লক্ষ ৩১ হাজার ৬৬১ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ২৮ হাজার ৪৭৯ জন। অন্যান্য ভোটার ১৫ জন। তাঁরা জানান,২৫ টি জেলা পরিষদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ২ জন। এদিন তাঁরা জানান, সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে সবধরনের প্রয়াস হাতে নিয়েছে কাছাড় জেলা প্রশাসন আজকের সভায় স্পষ্ট করলেন জেলাশাসক সহ পুলিশ সুপার।