৪৩ বছর পুরানো সাউথ পয়েন্ট হাইস্কুল জেরবার বন্যার জমাজল সমস্যায়, ব্যাহত পাঠদান

জমাজল সমস্যা র নিরসনে জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ স্কুল কর্তৃপক্ষের

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,৭ জুন: শিলচর শহরের বিভিন্ন অঞ্চলে আজ ও রয়েছে রোড এবং ড্রেনেজ থেকে অনেক নীচু বাসভবনে র উঠোন বা স্কুল কলেজ এর মাঠ। যার ফলস্বরূপ বন্যার জলে ড্রেনেজ পরিপূর্ণ হলেই এসব নিম্নস্থানেই জলে টৈ-টুম্বুর হতে দেখা যায়। এদিকে, শিলচরের বহু পুরাতন অর্থাৎ ৪৩ বছরের অধিক সময় আগের সেই সাউথ পয়েন্ট হাইস্কুল প্রায় জলমগ্ন হয়ে পাঠদানে ব্যাঘাত ঘটে। ন্যাশনাল হাইওয়ে স্থিত সাউথ পয়েন্ট হাইস্কুলের স্কুল পরিচালন সমিতি এবং শিক্ষকরা সম্মিলিত ভাবে উক্ত জমাজল সমস্যায় জেরবার হয়ে বিভিন্ন উপায় বেঁচে নিলেও কাজের কাজ কিছুই হয়নি।

রাস্তা এবং নালার উচ্চতা স্কুল ঘরের চেয়ে বেশী হওয়ায় বৃষ্টি হলেই নালা উপচে জল স্কুলের উঠোন ও নিচের তলায় ঢুকে পড়ে এবং পরে সেই জমা জল পাম্প দিয়ে নিষ্কাশন করতে হয়। বিদ্যালয়ের জয়েন্ট ডিরেক্টর মধুস্মিতা দে এবিষয়ে বলেন যে প্রতিবছর এই কৃত্রিম বন্যার কারণে বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া সম্পূর্ণ রূপে ব্যাহত হয়। ২০২২ সালের বন্যা পরবর্তী কালে স্থানীয় প্রতিনিধিদের সাহায্য চেয়েও বিশেষ লাভ হয় নি।তিনি আরো বলেন যে প্রতিবছর বন্যা পরিস্থিতির সাথে মোকাবিলা করতে গিয়ে তাঁদের যথেষ্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক অনুপম কান্তি চক্রবর্তী ও শিক্ষিকা আভা শ্রীবাস্তব জানান একটি ৪৩ বছর পুরোনো ঐতিহ্যবাহী বিদ্যালয়কে টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। তাই তিনি কাছাড় জেলার জেলা আয়ুক্ত ও স্থানীয় বিধায়ক সাংসদ এর দৃষ্টি আকর্ষণ করেন।