বশিষ্ট থানার পুলিশ আধিকারিক এর মহানুভবতা দেখে অনেকেই সাধুবাদ জানান
সানি রায়: অসম সহ উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অবর্ণনীয়। যা প্রতিবার সেই একই সময়ে এক ই রূপ নিতে দেখা যায়। এবার ও তার ব্যতিক্রম নয়। দুদিনের মুষলধারায় অবিরাম গতিতে পড়ছে বৃষ্টি। আর এই বৃষ্টি তে স্মার্ট সিটি গৌহাটি র সর্বত্র জলে জলমগ্ন। পথঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আকস্মিক ভাবে মহানগরীর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সরকারি দপ্তর আকস্মিক ভাবে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। বন্ধ হয়েছে শিলচর -গৌহাটি ভায়া হাফলং মহাসড়ক। রেল পরিষেবা নিয়ে চিন্তিত রেল প্রশাসন সহ রেল যাত্রী। তৎসঙ্গে বরাক উপত্যকার সর্বত্র ও সেই এক ই দশা। বন্যার কবলে বহু গ্রাম শহর। বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। গৌহাটি মহানগরীর কোন একটা অঞ্চল বাদ পড়েনি বন্যার প্লাবন থেকে। সবকটি পথেই হাঁটুজল এর উপরে রয়েছে। মূলত নালা-নর্দমা নিষ্কাশনের অভাবে এবং মহানগরীর প্ল্যানিং কমিশনের নির্ভূল পরিকল্পনা র অভাবে ঐতিহ্য হারাচ্ছে গৌহাটি স্মার্ট সিটি। অনেকেই সামাজিক মাধ্যমে স্মার্ট সিটি কে নিয়ে ব্যঙ্গ করতে ও দেখা গেছে। তবে বিরোধী রা দোষ চাপাচ্ছে শাসক দল কে। কেউই কম নয়। মোট কথা সাধারণ মানুষের কথা মাথায় রেখে শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল সংগঠন এক হয়েই নির্ভূল পরিকল্পনা হাতে নিয়ে নিষ্কাশনের ব্যবস্থা সঠিক করলেই বানের কবল থেকে রক্ষা পেতে পারে গুয়াহাটি মহানগর এমনটাই ধারণা সচেতন নাগরিকের।

