শিলচরে বন্যার্তদের পাশে দাঁড়ায় ফ্যান্টাস্টিক ফ্রেন্ড গ্রুপ

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর ৩জুন: কাছাড় জেলার শিলচরে বানের তান্ডব। গড়ে তোলা হয়েছে এই পর্যন্ত ২৩ টি ত্রাণ শিবির। ত্রাণ শিবির পরিদর্শন করে বন্যার্তদের পাশে দাঁড়ায় শিলচরের ফ্যান্টাস্টিক ফ্রেন্ড গ্রুপ। এই গ্রুপে রয়েছে শহরের বিভিন্ন মহিলা তথা নিপুণতার সহিত উদ্যমী গৃহবধূ রা। মঙ্গলবার সকালে শিলচরের বেশকটি বান শিবির পরির্দশন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে শিলচরের “ফ্যান্টাস্টিক ফ্রেন্ড গ্রুপ ” অভিনবত্বের সহিত বান শিবিরে থাকা শিশুদের কথা মাথায় রেখে মায়ের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এই গ্রুপে র সবাই নিজ নিজ তহবিল থেকে অর্থ সংগ্রহ করে ডিম-দুধ-বিস্কুট সহ বাচ্চাদের খাবার সামগ্রী তুলে দিয়ে মাতৃত্বের পরিচয় দেন। তাদের এই আবেগপ্রবণ উদ্যোগে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মায়েদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয় এই নবগঠিত গ্রুপ। এদিন গ্রুপের সদস্যদের মধ্যে ছিলেন সুয়েলি দেব,চন্দনা কুণ্ডু, স্বর্ণালী দেব,পঞ্চতাপা পাল,রিম্পি দে,অভিজিৎ,বিশাল সহ প্রমুখ।এদিন তাঁরা শিলচরের বেশকটি বান শিবিরে এই প্রয়াস চালাতে দেখা যায় উক্ত ফ্যান্টাস্টিক ফ্রেন্ড গ্রুপের সদস্যদের। ফ্যান্টাস্টিক ফ্রেন্ড গ্রুপের এই উদ্যোগ কে সচেতন নাগরিক সাধুবাদ জানায়।