যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ৩০মে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার লক্ষ্যে রাজ্য পুলিশের ব্যাপক সহযোগ। ৩০ মে, শুক্রবার, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নং ৫ এর সোনারেরবাসা বনবাড়ি এলাকায় এক সফল অভিযান চালায় পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া দার্লং এবং ধর্মনগর থানার অফিসার ইনচার্জ শিতিকান্ত বর্ধনের নেতৃত্বে পুলিশ বাহিনী ভোররাত আনুমানিক ৩টা নাগাদ হানা দেয় হেলাল উদ্দিন নামক এক ব্যক্তির বাড়িতে। তল্লাশি অভিযানে উদ্ধার হয় ৭৮০০টি ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়াও একটি পিস্তল ও ৪টি বুলেট উদ্ধার করে পুলিশ।
অভিযানের সময় বাড়িতে উপস্থিত হেলাল উদ্দিনের স্ত্রী মামনি বেগম (২৫) কে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ধর্মনগর থানায় NDPS (Narcotic Drugs and Psychotropic Substances Act) এবং Arms Act-এর আওতায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। উত্তর জেলার পুলিশ সুপার অভিনাস রাই জানিয়েছেন, “নেশামুক্ত ত্রিপুরা” গঠনের লক্ষ্যে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এধরনের কঠোর পদক্ষেপে প্রশাসনের সক্রিয়তা স্পষ্ট, যা সমাজ থেকে মাদকদ্রব্য নির্মূল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সচেতন মহল। তবে বুদ্ধিজীবী মহলের প্রশ্ন, নেশাজাতীয় সামগ্রী ধরপাকড় আর হাজতে প্রেরণ করলেই কি স্থায়ী সমাধান লাভ হবে? তাঁর জন্য চাই সচেতনতা শিবির, তাঁর জন্য চাই ঘরঘর সচেতনতা বার্তা পৌঁছে দেওয়া, তবে ই সরকারের উদ্যোগ সার্থক বললেন অনেক সচেতন নাগরিক!