তাঁর অকাল মৃত্যুতে কাছাড়ের প্রশাসনিক স্তরে নেমে আসে শোকের ছায়া
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,২৬মে: কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সম্পূর্ণ কাছাড় সহ বরাক উপত্যকায়। ইন্টেস্টাইনে আলসার হয়ে হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্ট্রোলজিতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল চারটা নাগাদ তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় উনার বয়স ছিল ৪৪ বছর, রেখে গেছেন স্ত্রী আকাঙ্ক্ষা শর্মাকে। কিছুদিন ধরে গ্যাস্ট্রিক আলসারে ভুগছিলেন যুবরাজ বরঠাকুর। শিলচর রামনগরের আইএসবিটিতে যখন পঞ্চায়েত নির্বাচনের ভোট সামগ্রী বিতরণ হচ্ছিল তখন দ্বিতীয় দিন অসুস্থ হয়ে ওখানে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি। মিনিট খানেক তাঁর কোনও জ্ঞান ছিল না। এরপরই খানিক সুস্থ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদ যাওয়ার। পরবর্তীতে হায়দ্রাবাদের এআইজিতে যান তিনি। জেলাশাসক কার্যালয় সুত্রে জানা গেছে, এআইজির বিখ্যাত চিকিৎসক ডা: নাগেশ্বর রেড্ডির তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার ফুসফুস ও কিডনিতে সংক্রমণ ছড়িয়ে পড়ে। রবিবার বিকেলেই তাঁর জীবনাবসান হয়। যুবরাজ বরঠাকুরের বাড়ি অসমের ডিব্রুগড়ে। প্রশাসনের আধিকারিক হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করে বরাক উপত্যকার তিনটি জেলায় নিষ্ঠাবান দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায়।আচমকা তাঁর মৃ”ত্যুতে কাছাড়ের জেলা শাসক কার্যালয় সহ সম্পূর্ণ কাছাড় জেলায় শোকের ছায়া নেমে আসে। অনেকেই সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ সহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে ও দেখা গেছে ।
