দিন দরিদ্র পথচারীদের ভরপুর মধ্যাহ্ন ভোজের প্রথা আজ ও অব্যাহত রেখেছে “নর্থ ইস্ট হেলপিং” সংস্থা

যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি,২৭জুন: নর্থ ইস্ট হেলপিং সংস্থা র মুখ্য পরিচালক ইন্দ্রজিৎ দেব রায়ের পিতার ১০ম মৃত্যু বার্ষিকী কে কেন্দ্র করে গতকাল এ আয়োজন করে প্রায় ৫০০র কাছাকাছি দুস্থ দরিদ্র পথচারীদের ভরপুর মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করে দিতে দেখা গেছে। তাদের এই উদ্যোগ অসহায় দরিদ্রদের অন্তত একবেলা খাবার সরবরাহের ঐতিহ্য আজ ও ধরে রেখেছে।
এই অনুষ্ঠানে গুয়াহাটি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক প্রান্তোষ রায় সহ অনেক ই উপস্থিত ছিলেন এবং এই উদ্যোগ কে সাধুবাদ জানাতে দেখা যায়। মূল লক্ষ্য তাদের দিন দরিদ্র পথচারী মানুষের পাশে দাঁড়ানো,আর যেভাবেই হোক যেকোনো মুহূর্তে ই হোক নর্থ ইস্ট হেলপিং সংস্থা সবসময় ই তাদের এই দায়িত্ব পালন করতে দেখা যায়। সচেতন মহল তাদের এই নিষ্ঠাবান দায়িত্বকে চালিয়ে যেতে আহ্বান রাখেন।
গুয়াহাটি মহানগরীর এই সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ কে সকলেই সাধুবাদ জানায়।