যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,২৩মে: স্কুলের নামে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উল্লেখ, কাছাড় জেলার কাটিগড়া শিক্ষা খন্ডের অন্তর্গত ছৈদপুর ১২৫৮ নং নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে অভিযোগ। স্কুলের মিড ডে মিল সহ স্কুল মেরামতের জন্য সরকারের তরফ থেকে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা নয় ছয় করার অভিযোগ শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে। ঘটনাটি কাটিগড়া শিক্ষা খন্ডের নজরে আসলে,সুধীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন কাটিগড়া শিক্ষা খন্ডের আধিকারিক দল। বর্তমানে তদন্ত অব্যাহত আছে। লজ্জাজনক ঘটনা ঘটেছে কাছাড় জেলার কাটিগড়ায়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইতিবাচক প্রতিক্রিয়া সর্বত্র। দেখার বিষয় প্রশাসন সঠিক সময়ে কি নেয় ব্যবস্থা??
স্কুলের ছাত্রের নামে সরকারি বরাদ্দ অর্থ আত্মসাৎ , প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা থানায়
