যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি ২৩ মে: হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকার দিগোরাপিন গ্রাম যেন রীতিমতো ‘পাহাড়তলি জলাভূমি’। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে হাঁটু জলে পরিনত হয়, আর টানা বৃষ্টি হলে রীতিমতো কৃত্রিম বন্যার রূপ নেয়। বর্তমানে পুরো এলাকা জলমগ্ন, জনজীবন কার্যত অচল। তবে এ সমস্যার শুরু আজ নয়, গত চার বছর ধরে এমন পরিস্থিতিতে আছেন স্থানীয়রা। রাঙ্গাবাগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিগোরাপিনের প্রধান পথটি একেবারে জলমগ্ন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ সবার চলাচল রীতিমতো বিপর্যস্ত। দোকানপাট বন্ধ, ঘরবন্দি অসংখ্য পরিবার। জমা জল থেকে পচা দুর্গন্ধ ছাড়াও রোগের ভয়াবহ আশঙ্কা। স্থানীয় বাসিন্দারা বলেন, “চার বছর ধরে এই অবস্থা। তিনি বলেন, আমাদের রাস্তা জলে ডুবা, চলা ফেরা করা অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু এগুলো কেউ দেখে না। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের এই সমস্যার স্থায়ী সমাধান করে দিতে কাতর আহ্বান রাখেন ভুক্তভোগী জনতা।
কাটলিছড়া এলাকার দিগোরাপিন এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে হাঁটু জল, নিষ্কাশনের ব্যবস্থা শূণ্য
