১৫ আগস্টে ‘শূন্য’-র উদ্যোগে ধর্মনগর – কৈলাসহর রোডে পরিষ্কার – পরিচ্ছন্নতা অভিযান!

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৬ আগস্ট :- স্বাধীনতা দিবসের সকালে ধর্মনগরের সমাজিক সংস্থা ‘শূন্য’-র পক্ষ থেকে এক নেওয়া হয় এক ব্যতিক্রমী উদ্যোগ। শহরের পরিচিত ভ্রমণপথ ধর্মনগর–কৈলাসহর রোড তার

মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত হলেও, সাম্প্রতিক সময়ে রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিক বোতল, খাবারের প্যাকেট ও অন্যান্য আবর্জনার কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছিলো।

এদিন সংস্থার সদস্যরা নিজ উদ্যোগে এই এলাকার ময়লা পরিষ্কার করেন। সংস্থার প্রতিষ্ঠাতা জানান, “শুধু সোশ্যাল

মিডিয়ায় দেশাত্মবোধক গান বা লেখা পোস্ট করলেই দেশপ্রেম প্রমাণ হয় না। সরকারের বা কর্তৃপক্ষের দোষারোপ না করে আমাদের নিজের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।”

তিনি আরও যোগ করেন, দেশের প্রতি ভালোবাসা দেখাতে হলে বাস্তব পদক্ষেপ জরুরি, আর চারপাশ পরিষ্কার রাখা

তারই একটি বড় অংশ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেন।