প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৎসঙ্গীদের উল্লাসের দিন ধার্য ৯ ফেব্রুয়ারি

৭ দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকা এবং ত্রিপুরা রাজ্যে সৎসঙ্গের প্রণেতা তথা বর্তমান আচার্য্য দেব অর্ক্যদুতি চক্রবর্তী

সৎসঙ্গ এর বর্তমান আচার্য্য দেব তথা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রেতধারা র চতুর্থ পুরুষ পূজ্যপাদ আচার্য্য দেব (শ্রীশ্রী অর্ক্যদুতি চক্রবর্তী)র শুভ পদার্পণ ঘিরে প্রস্তুতি বরাক উপত্যকা জুড়ে

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর , লক্ষীপুর ৬ফেব্রুয়ারী: প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৎসঙ্গীদের মনে প্লাবন বইতে শুরু হলো পুনরায়। বহু প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন বললে ও ভূল হবে না। আধ্যাত্মিক প্রেরণা স্থল সৎসঙ্গ আজ দেশ – বিদেশে একপ্রকারের জোয়ার তুলেছে। সৎসঙ্গ এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেখানো পথ অনুসরণ করে অনেকেই নিজের লক্ষ্য নির্ণয় করে চরম শিখরে পৌঁছেছে এমনকি কত লোক যে শান্তি – স্বস্তি – আনন্দময় জীবনের অধিকারী হয়েছেন, তার কোন ইয়াত্তা নেই। এবার সৎসঙ্গের জোয়ারে প্লাবন উঠাতে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রেতধারা র চতুর্থ পুরুষ পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্য দেব (অর্ক্যদুতি চক্রবর্তী ওরফে বাবাই দাদা)র শুভ পদার্পণ বরাক উপত্যকা এবং ত্রিপুরা য়। ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি চূড়ান্ত গুরু পরিবারের চতুর্থ পুরুষ শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রেতধারা কে বরণ করতে।আগামী ৯ ফেব্রুয়ারী তে পদার্পণ করবেন বরাক উপত্যকার কাছাড় জেলায়। পলে অবশ্যই এক সপ্তাহের রুটিনে বরাক উপত্যকার শেষে ত্রিপুরা সফর করে ফের কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। তবে বরাক উপত্যকার সঙ্গে উল্লাস বইছে কাছাড় জেলার লক্ষীপুর এলাকায়,এতে যেন আকাশ বাতাস জুড়ে এক বিশাল আনন্দের বার্তা বয়ে উঠেছে।

আগামী ৯ ফেব্রুয়ারি প্রথম বারের মতো সৎসঙ্গের বর্তমান পথ প্রদর্শক তথা পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্য দেব (অর্ক্যদুতি চক্রবর্তী) লক্ষীপুরে পদার্পণ করবেন। পরম পুজ্যপাদ শ্রী শ্রী আচার্য্য দেবের এই শুভাগমন কে কেন্দ্র করে লক্ষীপুর সৎসঙ্গ কেন্দ্রের পরিচালন কমিটির উদ্যোগে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে লক্ষীপুর আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সারদা চরণ খেলার ময়দানে এক বিশাল ধর্মসভা আয়োজন করেছেন। উক্ত ধর্মীয় সভাকে সুন্দর ও সার্থক করতে লক্ষীপুর সৎসঙ্গ কেন্দ্রের কর্মকর্তারা বিপুল উৎসাহ উদ্দীপনার সহিত কাজ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৮ ঘটিকায় সৎসঙ্গের প্রধান পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্য দেব “বাঁচা বাড়া – শান্তি স্বস্তি- আনন্দময় জীবনের লক্ষ্যে” আলোকপাত করবেন। সেই আলোচনা সভায় প্রতি প্রত্যেকেই উপস্থিত থেকে আধ্যাত্মিক জীবনের সাধনা সফল করতে লক্ষীপুর সৎসঙ্গ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যা সাতটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।এদিন ধর্মসভা শেষে থাকবে প্রসাদ বিতরণ এর ব্যবস্থা। আয়োজন সফল করতে বরাক উপত্যকার সঙ্গে ত্রিপুরা বাসী সৎসঙ্গীদের মনে উল্লাসের ছাপ। বিরামহীন চেষ্টায় সৎসঙ্গের চতুর্থ পুরুষ পূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্য দেব কে বরণ করতে এবং তাঁর শুভ পদার্পন ঘিরে রীতিমতো প্লাবন বইতে দেখা যাচ্ছে গোটা সৎসঙ্গী মহলে।