শপথ গ্রহণ ও সভাপতি এবং সহ-সভাপতির নির্বাচন, গ্রামীণ শাসন ব্যবস্থার এক ঐতিহাসিক পদক্ষেপই এদিনের মূল লক্ষ্য
জনসংযোগ শিলচর, ০৪ আগস্ট :- কাছাড় জেলা প্রশাসন এবং কাছাড় জিলা পরিষদের যৌথ তত্ত্বাবধানে আগামী ৬ আগস্ট বুধবার দুপুর ২টায় শিলচরের রাজীব ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সদ্য নির্বাচিত জিলা পরিষদ সদস্যদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। পঞ্চায়ত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, অসম সরকারের নির্দেশ অনুযায়ী এই অধিবেশন আয়োজিত হচ্ছে।
এই অধিবেশনটি কাছাড় জেলায় পঞ্চায়েত স্তরে স্বশাসন প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। জিলা পরিষদের মুখ্য কার্যর্বাহী আধিকারিক (CEO) প্রনব কুমার বরা,(এসিএস) এই অধিবেশনে সভাপতিত্ব করবেন। তিনি অসম পঞ্চায়েত আইন, ১৯৯৪ অনুসারে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সভাপতি ও সহ- সভাপতির নির্বাচন পরিচালনা করবেন।
সভার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অংশগ্রহণকারী সদস্যদের তাদের নির্বাচনী সনদ এবং বৈধ পরিচয়পত্র সহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব, (আই এ এস) , সুষ্ঠুভাবে কার্যনির্বাহ নিশ্চিত করতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, যথোপযুক্ত কারণ ব্যতিরেকে সভা স্থগিত করা হবে না।
সভাস্থলেই সভাপতি ও সহ-সভাপতির নির্বাচন স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে। সভার সম্পূর্ণ কার্যবিবরণী রেকর্ড করা হবে এবং নির্বাচন সংক্রান্ত ফলাফল তিন কার্যদিবসের মধ্যে উচ্চতর কর্তৃপক্ষের কাছে দাখিল করা হবে।
সভাটি নির্বিঘ্ন ও সুচারুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষের পথে। এই অধিবেশনটি কাছাড় জেলায় পঞ্চায়েত রাজ ব্যবস্থার বিকাশে এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং রাজ্য সরকারের গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রশাসনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।