যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট :- এবার অ্যাম্বুলেন্স এর ধাক্কায় আহত বয়স ২৫ র যুবক।
বৃহস্পতিবার মানিক ভান্ডার হরচন্দ্র স্কুলের সামনে অনলাইন মার্কেটিং কোম্পনির গাড়ি থেকে সামগ্রী আনলোডিং
করছিলেন অনিমেষ দাস (২৫) নামে যুবক। তখনই দক্ষিণদিক তথা কুলাই জেলা হাসপাতাল থেকে রোগী দিয়ে ফিরছিলো অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সটি সজোরে ধাক্কা দেয় অনিমেষ দাসকে। তিনি রাস্তায় ছিটকে পড়েন।
অনিমেষকে আঘাত করা অ্যাম্বুলেন্সেই তাকে কমলপুর হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তাকে সাথে সাথে ধলাই জেলা হাসপাতাল কুলাইয়ে রেফার করা হয়। অনিমেষ’র বাড়ি হারেরখলা টি
প্রসেসিং সেন্টার’ সংলগ্ন এলাকায় বলে জানা গেছে।