যুব বিচিত্রা প্রতিনিধি গৌহাটি,১৭মে: শিলচর থেকে গৌহাটি যাওয়ার পথে TVC Express থেকে নিউ হাফলং স্টেশনেই ঘাড় ধরে নামানো হয় দু:চরিত্র এক বিএসএফ জওয়ানকে।
জওয়ানের নাম নারায়ণ শেট্টি, বয়স অনুমান ৪২ র কাছাকাছি,বাড়ি উত্তর প্রদেশ। শিলচর থেকে গৌহাটি যাওয়ার কথা ছিল এই লম্পট বিএসএফ এর।

শিলচর থেকে গৌহাটি অভিমুখে শিলচর লিংক রোডের একটি পরিবার স্বামী -স্ত্রী দুজনই চিকিৎসা করতে যাওয়ার সময় সেই লম্পট বিএসএফ জওয়ান এই গৃহবধূ কে অশ্লীল ইঙ্গিত করে আসছে অনেক সময় থেকে। সেই মহিলা দেখে না দেখার ভান করে যাতে পরিস্থিতি অন্যরুপ না নেয় সেদিকে লক্ষ্য রেখে চলছে। তবুও লম্পট বিএসএফ কান্ত না থেকে সেই মহিলার পিছু পিছু বাথরুম অবধি বারবার যাওয়ার ঘটনায় বাধ্য হয়ে মহিলাটি তার স্বামী কে বলতে হয়। পর মুহূর্তে ই উত্তপ্ত হয়ে পড়ে TVC Express এর চলন্ত রেলের M-2 বগি। তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকিট পরিদর্শক আধিকারিক অভিযোগটির সত্যতা প্রমাণ করে রেকর্ড নিয়ে রেলওয়ে কন্ট্রোলে প্রেরণ করে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালায়।
অবশ্যই উত্তর পূর্ব রেল যথারীতি আইনি পদক্ষেপ নিয়ে লম্পট বিএসএফ যাত্রী কে নিউ হাফলং স্টেশনেই ঘাড়ে ধরে নামাতে সক্ষম হয়। অবশেষে আরপিএফ বাহিনী দলবল নিয়ে এই লম্পট বিএসএফ জওয়ান কে আটক করে সমঝে নিতে বাধ্য হয়। এদিকে রেলওয়ে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভুক্তভোগী পরিবার উত্তর পূর্ব রেলের নিরাপত্তা ব্যবস্থা কে ধন্যবাদ জানান। পাশাপাশি সবাই কে সচেতন হয়ে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে আহ্বান জানায় ভুক্তভোগী পরিবার। এবং তিনি আশা প্রকাশ করেন রেলওয়ে প্রশাসনের এহেন কঠোর পদক্ষেপ সর্বদা অব্যাহত থাকবে।