নিরপেক্ষ সাংবাদিকতা ই জননেতা র পথ প্রশস্ত করলো দুই সাংবাদিকের
শুভজিৎ রায়, শিলচর,১৬ মে: সাংবাদিক রা সংবাদ পরিবেশনের মধ্যে ই সীমাবদ্ধ নয় , তা এবার বুঝিয়ে দিলেন বরাক ভ্যালি মিডিয়া ফোরামের সঙ্গে যুক্ত দুই সাংবাদিক। একজন হলেন বরাক ভ্যালি মিডিয়া ফোরামের চেয়ারম্যান সূধন্যা সিনহা তিনি হাইলাকান্দি জেলার কালিনগর গাঁও পঞ্চায়েত এর ৮ নং গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়েছেন। যা তিনি কল্পনা ও করতে পারেনি, যে বিনা প্রচারে বিনা খরচে মোট ৪জন প্রতিদ্বন্দ্বিতা করে যা ভোট পায়নি,উনি একা ই তাঁর দ্বিগুণ ভোটের ব্যবধানে জনতা জয়ের মালা পড়ায় সাংবাদিক সূধন্যা সিনহা কে। আরেকজন হলেন বরাক ভ্যালি মিডিয়া ফোরামের সক্রিয় সদস্য রুবেল বৈষ্ণব। তিনি কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা র মহাদেবপুর গাঁও পঞ্চায়েত এর পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদের তুলনায় কম খরচে বিনা প্রচারে জনগণের ভালোবাসায় জয়ের মালা ভাগ্যে জুটে রুবেল বৈষ্ণব এর। তবে রুবেল কম দিনে ই সাংবাদিক জীবনে পা দিয়ে জনতার সঙ্গে সুসম্পর্ক গড়ে আজ রাজনৈতিক জীবনে পা দিয়ে জনতার সেবার সুযোগ সরাসরি কাঁধে নিয়ে ধন্যবাদ জানান সংবাদ মাধ্যমের কর্মকর্তা সহ যুব বিচিত্রা পত্রিকার সম্পাদক সানি রায় কে। কেননা তাঁর হাত ধরেই রুবেল এর সংবাদ মাধ্যমে যুক্ত হওয়ার কথা অকপটে স্বীকার করে আগামীদিনে সংবাদ মাধ্যমের সঙ্গে নিজের সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর বললেন রুবেল বৈষ্ণব। জনসেবার দায়িত্ব কাঁধে নিয়ে পঞ্চায়েত নির্বাচনে পা বাড়িয়ে জয় ছিনিয়ে নেয় দুই সাংবাদিক যথাক্রমে রুবেল বৈষ্ণব এবং সূধন্যা সিনহা। তাদের কে শুভেচ্ছা জানাতে বরাক ভ্যালি মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক সানি রায় এবং সহ- সভাপতি শুভ সুন্দর দেব চৌধুরী এবং কার্যকরী সদস্য তাপস নাথ, সদস্য সুপ্রদীপ ভট্টাচার্য, সঞ্জীব সিংহ সহ প্রমুখ নিজ নিজ বাড়িতে গিয়ে গামোছা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় নবাগত বিজয়ী দুই সাংবাদিক কে।

ফোরামের পক্শ রাজনৈতিক জীবনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে নিরপেক্ষ ও দূর্নীতিমুক্ত জননেতা হয়ে উঠার শলা দেয়। বিজয়ী দুই সাংবাদিক সূধন্যা সিনহা এবং রুবেল বৈষ্ণব কে ঘরে গিয়ে গামোছা এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

বুধবার সন্ধ্যায় তাদের সঙ্গে বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এর কর্মকর্তারা দেখা করে তাদের কে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের রাজনৈতিক জীবনের দীর্ঘায়ু কামনা করেন। এদিন অভিনন্দন জানানোর সময় সঙ্গে ছিলেন সাংবাদিক সঞ্জীব সিং,তাপস নাথ,শুপ্রদীপ ভট্টাচার্য সহ প্রমুখ।

*অন্যদিকে সাংবাদিক সূধন্যা সিনহা কিভাবে নিজের রাজনৈতিক জীবনে পা দিয়েছে তাঁর অবদান সাময়িক প্রসঙ্গ পত্রিকা সহ সংবাদ জগতের তা স্বীকার করে বলেন আমি রাজনৈতিক জীবনে পা দিলেও সংবাদ জগতের সঙ্গে আমার ওতোপ্রতো সম্পর্ক অটুট থাকবে চিরজীবন।সংবাদ জগতে নিরপেক্ষ দায়িত্ব পালন ই আজ আমার রাজনৈতিক জীবনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জনতা আমায় জয়ের মালা পড়ায়। তাই সংবাদ জগতের সঙ্গে আমার চিরদিনের সম্পর্ক চিরস্থায়ী বললেন নবাগত পঞ্চায়েত সদস্য তথা বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এর সভাপতি সূধন্যা সিনহা।