মাদক পাচারের অভিনব কৌশল, জ্বালে দুই অভিযুক্ত

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,১২ মে: সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ উত্তর ত্রিপুরার অন্তর্গত আসাম এবং ত্রিপুরা সীমান্ত চুড়াইবাড়ি নাকা পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে বিদ্যুৎ ট্রান্সফরমার বোঝাই একটি মালবাহী গাড়ি থেকে ৯৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে উত্তর জেলার পুলিশ বাহিনী। ধর্মনগর মহকুমার অধীনস্থ চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় এই ঘটনা ঘটে।

আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে যাত্রারত ছয় চাকার একটি ট্রাক গাড়ি (নম্বর UP58AT1128) আটক করে চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহার নেতৃত্বের একটি দল।পরবর্তীতে পুলিশ সুপার অবিনাশ রাই, মহকুমা পুলিশ আধিকারিক বি. জেরিনপুই সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়িতে থাকা ১০টি নষ্ট বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতর থেকে ৯৬টি প্যাকেটে মোট ৯৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির চালক অদ্রেস কুমার সাচ্চান (৪২) এবং সহচালক প্রণব কুমার , উভয়েই উত্তর প্রদেশের কানপুর জেলার বাসিন্দা। পুলিশের জালে আটক হয় তাঁরা। সূত্র মতে, গাঁজাগুলি আগরতলার খয়েরপুর বাইপাস এলাকা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

চুড়াইবাড়ি থানার পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা রুজু করেছে। আগামীকাল ধৃতদের জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। এই ঘটনায় উত্তর ত্রিপুরা জেলায় মাদক চোরাচালান রুখতে পুলিশের তৎপরতা প্রশংসনীয়।