যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,১১ মে: রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে ই শুরু হয়েছে গণনা, বেশকটি স্থানে প্রকৃতির রুদ্র-রুপ গণনার শুরুতে ই বাধা হয়েছে। কেন কি বরাক উপত্যকার সঙ্গে বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টি ঝড়ের কবলে পড়ে গণনা প্রক্রিয়ায় বেজায় বিলম্ব ঘটেছে। সকাল ৭ টা র বদলে ১১ টায় শুরু হয়েছে সম্পূর্ণ রূপে গণনার প্রক্রিয়া। শিলচর সহ হাইলাকান্দি , শ্রীভূমি জেলায় গণনার প্রক্রিয়া শুরু হয়েছে ৯টায়। তবে সম্পূর্ণ রূপে শুরু হতে গিয়ে ১১ টা বেজেছে বলে খবর। রাজ্যের ৫৪৭২৯ জন প্রতিনিধি র ভাগ্য নির্ণয় হবে আজকের এই গণনার মাধ্যমে। সবমিলিয়ে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে এখন অবধি গণনা প্রক্রিয়ায় গতি নেই, চলছে শম্বুক গতিতে গণনা। বিরোধী দল কংগ্রেস অভিযোগ তুললেন গণনা প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে, মোট কত ঘন্টা লাগবে পঞ্চায়েত এর সম্পূর্ণ গণনা সম্পন্ন হতে সঠিক ধারণা নেই। তবে কাছাড় জেলা উপায়ুক্ত ২৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে ফলাফল ঘোষণা র আশ্বাস দিলেও কতটুকু সম্ভব হয় তা হবে দেখার বিষয়।



অন্যদিকে সবকটি ভোটগ্রহণ কেন্দ্রের সম্মুখে উপচে পড়া ভিড় চোখে পড়ে, প্রার্থী দের সঙ্গে তাদের সমর্থকদের উৎকণ্ঠা বেজায় লক্ষণীয় শিলচর আইএসবিটি চত্বরে।


দুতলা ছাদে বসে গণনার আনন্দ নিতে দেখা যায় একাংশ সমর্থকদের।
অন্যদিকে ভোটগ্রহণ কেন্দ্রে তিন ভাগে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা কর্মীদের, কঠোর নিরাপত্তা বলয়ে চলছে ভোট গণনা প্রক্রিয়া। যদিও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিনভর শান্তি প্রিয় গণনা চললেও রাতের গণনায় কি রুপ নেয় ? তা নিয়ে যথেষ্ট চিন্তায় বিরোধী সহ নির্দলীয় প্রার্থীরা।