ট্রাফিক পুলিশ ও আর্থকি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ট্রাফিক সচেতনতা শিবির ধর্মনগরে

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৮ মে: উত্তর জেলার ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে আজ একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উত্তর জেলা ট্রাফিক পুলিশ ও আর্থকি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। এই সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শহরের সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক বিধিনিষেধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা রোধে জনগণের দায়বদ্ধতা নিয়ে বিশদ আলোচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার ট্রাফিক দপ্তরের জেলা আধিকারিক দীপ্তনু বিশ্বাস, যিনি বলেন,”নিয়ম মেনে চললে প্রাণ বাঁচে।

আমরা চাই ধর্মনগরের প্রতিটি মানুষ ট্রাফিক নিয়মের গুরুত্ব বুঝে উঠুক এবং তা পালন করুক। এই ধরনের সচেতনতামূলক শিবিরের মূল উদ্দেশ্য এটাই। ট্রাফিক পুলিশ সদস্যরা হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করেন। পথচারীদের মাঝে সচেতনতামূলক বার্তা দেন। আর্থকি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা, সর্বদা জনসচেতনতা বাড়াতে সচেষ্ট ভূমিকা পালন করতে দেখা যায় সবসময়ই।

তৎসঙ্গে স্কুল কলেজ তথা বাজার এবং ঘনবসতিপূর্ণ এলাকায় গাড়ির গতিরোধ করে চালানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। পথ দূর্ঘটনা প্রতিরোধে জনগণের সক্রিয় ভূমিকা এবং ট্রাফিক বিধিনিষেধ মেনে চলাই সংকল্প হোক এমনটাই বার্তা দিলেন এদিনের শিবিরে।