যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,৯ মে: দীর্ঘ সাত বছর বাংলাদেশে কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরলেন নিখোঁজ কাছাড় জেলার গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান। ভাইকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বদরুল হক লস্কর সহ তাঁর পরিবার। উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন টিপু সুলতানের ভাইয়েরা। জানা গেছে, মানসিক অসুস্থতার কারণে আজ থেকে ৭ বছর পূর্বে নিজ গৃহ থেকে নিখোঁজ হয়েছিলেন টিপু, একসময় সীমান্ত পেরিয়ে চলে যান বাংলাদেশে।এদিকে অনেক খোঁজাখুঁজির পর বিফল হয়ে পরিবারের লোক পুলিশে নিখোঁজের এজাহার দায়ের করেন। পরবর্তী সময়ে একটি সূত্র ধরে জানা যায়, টিপু সুলতান বাংলাদেশে রয়েছেন। তারপর গত এক বছর থেকে টিপুকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয় কথাবার্তা। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের তরফে সুতারকান্দি বর্ডার দিয়ে ভারতে পাঠানো হয় টিপু সুলতানকে। সেখানে বিএসএফ ও কাটিগড়া পুলিশ তাকে সমঝে নিয়ে আসেন।
সাত বছর পর বাংলাদেশ থেকে ফিরলেন নিখোঁজ কাছাড়ের যুবক
