যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,১৮জুন: NEET UG -2025 সালের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে শিলচরের দুই পড়ুয়া। তাঁরা যথাক্রমে শিলচর পঞ্চায়েত রোডের বাসিন্দা মোঃ আমিনুর রহমান লস্কর ও ঝুমন লস্করের কন্যা শামীমা ইয়াসমিন লস্কর। শামীমা ইয়াসমিন মেডিকেল কলেজে ভর্তির জন্য এই পরীক্ষায় অংশ নেয় এবং মেধার সহিত উত্তীর্ণ হয়। এতে পরিবার সহ পরিচিত মহলে খুশির বাতাবরণ।


কঠিন এই পরীক্ষায় দুজন পরীক্ষার্থী মেধার সহিত উত্তীর্ণ হওয়ার ফলে সংবর্ধনা প্রদান করা হয় তাদের কে। তাদের মনোবল বৃদ্ধি করতে এলাকার পক্ষ হইতে আবুল কালাম আজাদ পাঠশালার প্রধান শিক্ষক মোঃ মঞ্জিল আহমেদ, স্থানীয় দের মধ্যে রাজ বড়ভূঁইয়া সহ সাংবাদিক জাকির হোসেন, পঞ্চায়েত রোড জামে মসজিদ এর সভাপতি আলহাজ মইন উদ্দিন মজুমদার সহ অনেকেই এদিন সংবর্ধনা জানানোর সময় পাশে ছিলেন। এদিন উপস্থিত সবাই দুই পড়ুয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে লক্ষ্য নির্ণয় করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।