ধর্মনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন চালক

যুব বিচিত্রা প্রতিনিধি ধর্মনগর,২৩ জুন: ধর্মনগর কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আজ ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, দাঁড়িয়ে থাকা AS 01 CC 8501 নম্বরের একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে TR 05 C 1884 নম্বরের একটি বলেরো পিকআপ ভ্যান। জোরালো সংঘর্ষে বলেরো গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে অবিশ্বাস্যভাবে গাড়ির চালক প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার সময় পথচারীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।