যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৬ মেঃ— কাশ্মীরে পাকিস্তান মদতপুষ্ট ঘাতক উগ্রপন্থীদের হাতে নির্মমভাবে নিহত ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের আত্মার শান্তি কামনায় এবং বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ধর্মনগরে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালিত হলো ভারতীয় জনতা পার্টির ৫৬ ধর্মনগর মন্ডলের উদ্যোগে। আজ সকালে ধর্মনগরের কালিদিঘির পাড়ে আম্র কুঞ্জের ছায়াতলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ও ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, ৫৬ নম্বর মন্ডলের সভাপতি শ্যামল নাথ, ধর্মনগর পুর পরিষদের সকল কাউন্সিলর, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি সহ প্রচুর সংখ্যক বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, “কাশ্মীরে পাকিস্তান পোষিত উগ্রপন্থীদের হাতে ২৬ জন ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। এই প্রতীকী অনশনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।” তিনি আরও বলেন, “পাকিস্তান বরাবরই এক উগ্রবাদী সমর্থক রাষ্ট্র। আমরা এই রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে একজোট করার সংকল্প নিয়েছি। আগামী দিনেও প্রতিবাদের ধারাবাহিকতা বজায় রেখে আরও কর্মসূচি হাতে নেওয়া হবে।” উল্লেখ্য, ঘটনার পরপরই ধর্মনগরে বিজেপির উদ্যোগে মৌন মিছিল, বিক্ষোভ সমাবেশসহ একাধিক কর্মসূচি পালিত হয়েছে। আজকের প্রতীকী অনশন ছিল তারই ধারাবাহিক অংশ। উগ্রপন্থার বিরুদ্ধে ধিক্কার, ভবিষ্যতে আরও কর্মসূচি সহ পাকিস্তান এর বিরুদ্ধে কড়া বার্তা ত্রিপুরা বিজেপি র। তৎসঙ্গে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান যথাশীঘ্র পাকিস্তান কে বুঝিয়ে দিতে হবে ভারত দূর্বল দেশ নয় এমনটাই দাবি জানালেন ত্রিপুরা সরকারের অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
