বরাক উপত্যকায় ২ দিনের কর্মসূচি নিয়ে বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,২০ এপ্রিল: ৩৭০ ধারা বাতিল, অযোধ্যা রামমন্দির প্রতিষ্ঠা,তিন তালাক আইন বাতিল করে আজ বিজেপি দেশ এবং আন্তর্জাতিক স্তরে সর্ববৃহৎ এবং সর্ব শ্রেষ্ঠ রাজনৈতিক দল বিজেপি, ধলাই বিধানসভা অঞ্চলের বিজয় সংকল্প সমাবেশে বললেন প্রদেশ সভাপতি দিলীপ শইকীয়া। কংগ্রেস লুপ্ত, ভ্রষ্টাচার মুক্ত পঞ্চায়েত গঠনের ডাক দিলেন মন্ত্রী কৌশিক রাই এবং কংগ্রেস শূন্যের ডাক সাংসদ পরিমল এর। ওয়াকফ্ বিলের সংশোধনী নিয়ে কংগ্রেস দল অপপ্রচার চালাচ্ছে মুসলিমদের মধ্যে, অভিযোগ করেন প্রদেশ সভাপতি শইকিয়া।
বরাকে বিজেপি র বিজয় সংকল্প সমাবেশে যোগদান প্রদেশ সভাপতি দিলীপ শইকীয়ার। দুদিনব্যাপী কার্যসূচি রয়েছে দিলীপের। প্রথমে কাছাড় পরে হাইলাকান্দি ও শ্রীভূমি। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচনে ধলাই সমষ্টি তে বিজয়ী হওয়া প্রার্থীদের শুভেচ্ছা জানান পরিমল বাবু সহ কাছাড় জেলা বিজেপি।
পঞ্চায়েত নির্বাচনে পালে হাওয়া তুলতে বরাক উপত্যকায় বিজেপি র প্রদেশ সভাপতি দিলীপ শইকীয়া। দুদিন বাদে আসছেন রাজ্যের করিৎকর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন।
বরাক উপত্যকার শিলচর কুম্ভিরগ্রাম বিমানবন্দরে সকাল ৮ টায় পৌঁছে কাছাড় জেলা বিজেপি র সহযোগিতায় পথরেলী, সহ কার্যালয় বৈঠকে যোগ দেন প্রদেশ সভাপতি দিলীপ শইকীয়া।
বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় ধলাই বিধানসভার ধলাই বাজার সংলগ্ন খোলা ময়দানে।
এদিকে, কাছাড় জেলার প্রথম নির্বাচনী জনসভায় যোগদান করেন প্রদেশ সভাপতি দিলীপ শইকীয়া,পরে হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন।
প্রায় ৩ থেকে ৪ হাজার ভোটারের উপস্থিতি চোখে পড়ে ধলাই নির্বাচনী জনসভায়। মুখ্য বক্তা তথা নির্বাচনী প্রচারক প্রদেশ সভাপতি দিলীপ শইকীয়া র সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কেবিনেট মন্ত্রী কৌশিক রাই, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য,ধলাই এবং শিলচরের বিধায়ক যথাক্রমে দীপায়ন চক্রবর্তী এবং নীহার রঞ্জন সহ জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ দলের সকল কর্মকর্তা সহ প্রমুখ দলীয় প্রার্থীরা।


